কোটা সংস্কারে প্রয়োজনে সংসদে আইন পাস করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আলোচনার মাধ্যমে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

মন্ত্রী আরও বলেন,  কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী নির্বাহী বিভাগ কাজ করবে। সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।

এদিকে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ   হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর