বালু পরিবহনের গাড়ীর চাপায় পথচারী নিহত

২৬ মার্চ ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীতে বালু পরিবহনের গাড়ী ( স্থানীয় ভাষায় বাটাহাম্বর) চাপায় এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকালে নন্দলালপুর আখ সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে । নিহত পথচারী হলেন নন্দলালপুর ইউনিয়নের মোহসীন দর্জির ছেলে আনিছুর রহমান (৪২)। তিনি নিটল টাটার কুষ্টিয়া শোরুমে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।


জানা যায়, আনিস হেঁটে বাড়িতে যাবার সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা শ্যালো চালিত বাটাহাম্বা ও একটি  ট্রাক্টর পরস্পরে অতিক্রম করার চেষ্টা করে। এই সময় দুই গাড়ীর মাঝখানে থাকা আনিসকে বাটাহাম্বা চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, দুই ড্রাইভারই পালিয়ে গেছে, দুটি গাড়ি জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।


উল্লেখ্য, কুমারখালীর বিভিন্ন সড়কে ইট ও বালু পরিবহন করা হচ্ছে বাটাহাম্বর ও ট্রাক্টরের মাধ্যমে। এই যানবাহনের কোন লাইসেন্স নেই, এর কারনে বাড়ছে দূর্ঘটনা। গত বছর প্রশাসন এই পরিবহনের বিরুদ্ধে অভিযান চালালেও এই বছর কোন ব্যবস্থা নেয়নি।


এসএম/এমকে


মন্তব্য
জেলার খবর