কেন আন্দোলন শেষ হচ্ছে না?

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না, সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তিনি এটাও বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করা হবে।

শুক্রবার (২৬ জুলাই) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন। সাম্প্রতিক সহিংসতায় আহতদের  চিকিৎসার পাশপাশি আয়-রোজগারের ব্যবস্থাও  সরকার করবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।

হাসপাতালে প্রধানমন্ত্রী আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি  চিকিৎসক নার্সদের সঙ্গে কথা বলেন। এ সময় আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর