সহিংসতায় জড়িত প্রত্যেকের বিচার হবে

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৪

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে যারা সহিংসতা চালিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে  বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আর বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।

শুক্রবার (২৬ জুলাই) রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের সভাপতির  রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে যারা সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

আন্দোলনের নামে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মী পুলিশের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে  উৎখাত করা।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর