কবে কারফিউ তুলে নেওয়া হবে?

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৪

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। এ বিষয়ে শনিবার (২৭ জুলাই) আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে। শুক্রবার (২৬ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলেনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে কারফিউ ঘোষণা করে সরকার। প্রথমে  শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করলেও পরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। তবে দিনের কয়েক ঘণ্টা প্রতিদিনই  কারফিউ শিথিল থাকছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর