পঞ্চগড়ে কোটাবিরোধী শিক্ষার্থীদের গণসংযোগ

পঞ্চগড় প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪

দফা দাবি আদায়ে পঞ্চগড়ে গণসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (২৭ জুলাই) শহরের সিনেমাহল রোড এলাকা থেকে গণসংযোগ শুরু করে তারা।

বাজারের বিভিন্ন গলি, বানিয়া পাড়া সড়ক, টিনপট্টি, কাঁচা বাজার,মাছ বাজার,মেডিসিন রোড এলাকায় গণসংযোগ করেন তারা।  এ সময়  সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন তারা। ২০-৩০ জনে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা গণসংযোগ করেন।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের আন্দোলনে প্রথমে আমাদের এক দফা দাবি ছিল। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যাসহ বিভিন্ন কারনে দফা দাবি সম্বলিত কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের দফা দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর