মন্তব্য
ফাইল ছবি
আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) দেশের সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। শনিবার (২৭ জুলাই) এ সময়সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে অফিস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ ঘোষণা করে সরকার। কারফিউ জারি হওয়ায় গত সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউয়ের সময় শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলো খুলে দেওয়া হয়।
বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করা হয়েছে। এ অবস্থায় অফিসের সময়ও বাড়ালো সরকার।
বিডি২৪অনলাইন/এন/এমকে