আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও কী কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভারতে
চলে যাচ্ছে? বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে
সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারণ উল্লেখ করতে গিয়ে ফখরুল বলেন, এই সময়ে তাদের ওপর নির্যাতনের পরিমাণ
আরেও বেশি করে বেড়ে গেছে। লক্ষ্যই হচ্ছে তাদের সম্পত্তি দখল করা, তাদের বিভিন্ন রকমের
সুযোগ-সুবিধা গ্রহণ করা এবং মালামাল লুট করা।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে বলে- তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে
চান, সংখ্যালঘুদের স্বার্থ তারা রক্ষা করতে চান। কিন্তু এখনও পর্যন্ত শত্রু সম্পত্তি আইন তারা
বাতিল করেনি, তাদের (সংখ্যালঘু জনগোষ্ঠী) যে ন্যায্য অধিকারগুলো রয়েছে তা দেয়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বছরদুয়েক আগে ঠাকুরগাঁওয়ে একজন প্রভাবশালী
এমপি, তিনি কয়েক শ’ জমি দখল করেছিলেন। সেটার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের
মিছিল করেছে, মানববন্ধন করেছে। কিন্তু কোনও সুরাহা বা সমাধান পায়নি। ফরিদপুরেও এই
রকম ঘটনা। এবারে শাল্লার ঘটনার নেতৃত্বে দিচ্ছে সবখানে এসছে যে, যুবলীগের নেতা। অথচ
ওবায়দুল কাদের সাহেব বলছেন- এখানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপির নাম-গন্ধ নেই
এখানে।
আওয়ামী লীগ কখনোই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষের শক্তি ছিল না বা সাম্প্রদায়িক সম্প্রীতির
পক্ষে ছিল না। বরাবরই তারা যেমন সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় টিকে আছে, ঠিক একইভাবে
সম্পত্তি দখল করেছে সেই কায়দায়- দাবি করেন ফখরুল। এই সময বিএনপির সাংগঠনিক
সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী উপস্থিত
ছিলেন।
এমকে