মন্তব্য
স্বাধীনতাবিরোধী শক্তিই বিএনপির দোসর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি ফের প্রমাণ করল জামায়াত-বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য। এ ঐক্যের ডাক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
শনিবার (২৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ও দেশবিরোধী অপশক্তির ঐক্য। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছি।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে