মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৪

বর্তমান অবৈধ সরকার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, গ্রেপ্তার বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আর রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে।

শনিবার (২৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হকসহ কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম  বলেন, রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়ার যে চিত্র গণমাধ্যমে এসেছে, সেটা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে। এমন নির্যাতন করা হয়েছে- তিনি দাঁড়াতেই পারছেন না।

কোটা আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। ধরনের বর্বরোচিত কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে বলেও মনে করেন বিএনপির এ নেতা।

 

মির্জা ফখরুলের অভিযোগ, রিমান্ডে ন্যূনতম আইন মানা হচ্ছে না।  গ্রেপ্তারকৃতদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনি রচনা করা হচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মী সাধারণ মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি এখন কোমলমতি শিক্ষার্থীদেরও ব্লক রেইড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

গুমের পর নির্যাতন করে কীভাবে কোটা আন্দোলনের সমন্বয়কারীদের দমনের চেষ্টা করা হয়েছে, সেটা তাদের শরীরের ক্ষতচিহ্ন দেখলেই বোঝা যায়-যোগ করেন মির্জা ফখরুল।

 

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর