পানিতে ডুবে কিশোরের মৃত্যু, বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইদ্রিস আলী তামিম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিকে বোদা উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে দিলজান নেছা (৭৫) নামের এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই)  ভোরে লাশটি উদ্ধার করা হয় ও দুপুরে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

ইদ্রিস আলী তামিম পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। আর দিলজান নেছা বোদা উপজেলার কালিয়াগঞ্জ কালেশ্বরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ স্থানীয়রা জানায়, তামিম ও তার দুই বন্ধু রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরের পাশে একটি পুকুরে গোসল করতে নামে। তাদের কেউ-ই সাঁতার না জানলেও গোসলের এক পর্যায়ে তারা গভীর পানিতে যেতে শুরু করে। সময় দুই বন্ধু কোনমতে উঠতে পারলেও তলিয়ে যায় তামিম। ঘটনার সাথে সাথেই পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওদিকে বোদা উপজেলার কালেশ্বর পাড়া এলাকা থেকে দিলজান নেছার ভাসমান লাশ উদ্ধার করা হয় পুকুর থেকে। তার মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা জানান, দিলজান নেছা অসাবধানতাবশত পাড়ির পাশের পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক রঞ্জু আহম্মেদ এবং বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর