ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে দুই দেশের বেশিরভাগ মানুষই
খুব খুশি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সাংবাদিকদের প্রশ্নের
জবাবে এই কথা বলেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) গুলশান-২ এ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ
পার্কে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’র এক অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফ করেন
পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেস ক্লাবের সামনে দুই চার জন এনে বিক্ষোভ করালে কী হবে? দুই দেশের
সম্পর্কে সেটি কোনও প্রভাব ফেলবে না। রাষ্ট্রীয় অতিথি যারা ঢাকা সফর করছেন বা করবেন,
বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক দেশ।
এখানে সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদির সফরের
বিরোধিতা করছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন আরেক দেশে সফরে যান, তখন
চুক্তি স্বাক্ষরের বিষয় থাকে। এবারও থাকবে, ইতোমধ্যে কিছু বিষয়ে উভয়পক্ষ সমঝোতায়
এসেছে। পাঁচটির বেশি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এবার মোদির সফর মূলত বাংলাদেশের
স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, নাহিদ ইজাহার খান,যুক্তরাষ্ট্র, স্পেন, ডেনমার্ক,
নরওয়ে, সুইজারল্যান্ড, কসভো ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা।
এমকে