গণভবন দখলের ষড়যন্ত্র ছিল: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৪

কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতি সামাল দিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি করে সরকার।

রোববার (২৮ জুলাই) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সেই সহিংসতা ও কারফিউ জারি প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, তাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক (তারেক রহমান)...গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো। পরিকল্পনা তাদের ছিল।

অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করতো বলেও জানান ওবায়দুল কাদের।

বিএনপির জাতীয় ঐক্যের ডাক দেওয়া প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, বিএনপি এখন স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, উন্নয়নবিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবেএটাই স্বাভাবিক। তাদের ঐক্য অগ্নিসন্ত্রাসের,দেশ দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর