সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের মধ্যে ৩৪ জনের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জুলাই) গণভবনে এ সহায়তা দেওয়া হয়।
এর আগে এসব পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন। এদের মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারও ছিল।
প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবার-স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অশ্রু সজল হতে দেখা যায় তখন। প্রধানমন্ত্রী তাদের বলেন, এ খুনের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় গণভবনে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে