সাম্প্রতিক সহিংসতায় ১৪৭ জন মারা গেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৪

কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জানিয়েছেন, কখনো বলা হচ্ছে ৫০০, আবার কখনো বলা হচ্ছে ১০০০। তবে এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছেন বলে আমাদের হিসাবে রয়েছে।

রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিহতদের মধ্যে ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে। নিহতদের মধ্যে  নারী,  পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ণয়ের কার্যক্রম চলছে।

মন্ত্রী বলেন, নিহতদের মধ্যে বিভিন্ন শ্রেণির, বয়সের মানুষ রয়েছে।বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছেন। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে নিহতের সংখ্যা পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।

মন্ত্রী জানান, পুলিশ যখন পারছিল না, তখন সেনাবাহিনীকে ডাকা হয় এবং কারফিউ জারি করা হয়।  ক্রমে দেশ এখন স্বাভাবিক হয়ে আসছে। ক্রমেই  সান্ধ্য আইন শিথিল করা হচ্ছে। পরিস্থিতি যখন আরও স্বাভাবিক হয়ে যাবে তখন  কারফিউ উঠাতে সক্ষম হব।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর