মন্তব্য
ভারতকে ৮ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতছে স্বাগতিক শ্রীলঙ্কা। এ জয়ের মধ্যে দিয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কান মেয়েরা। এর আগে ৭ বার ভারত ও একবার বাংলাদেশ এ শিরোপ নিজেদের ঘরে নিয়েছে।
এবার ছিল টুর্নামেন্টের নবম আসর। এ আসরের ফাইনাল ম্যাচটি হয় রোববার (২৮ জুলাই) ডাম্বুলায়। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে তারা। জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে ৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয বাংলাদেশ নারী দল।
বিডি২৪অনলাইন/এস/এমকে