এবার ওয়েব সিরিজে দেখা যাবে তটিনীকে

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৪

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ওটিটি মাধ্যম বিঞ্জ থেকে আসা সিরিজটি নির্মাণ করছেন সানী সানোয়ার।

ওয়ের সিরিজে অভিনয় করার বিষয়টি তটিনী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে সিরিজটির গল্প নিজের চরিত্র সম্পর্কে তেমন কিছু জানাননি তিনি।

বিষয়ে তিনি বলেন, ‘নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প চরিত্র দুটোই ভালো। ভাবলাম কাজটি করা উচিত।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে তার শুটিং শুরু হওয়ার কথা। ১৫ আগস্ট পর্যন্ত তার অংশের শুটিং চলবে। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর