সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।
এদিনে কালো ব্যাজ ধারণ এবং দোয়া অনুষ্ঠান করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সংবাদ সম্মলনে জানানো হয়, নিহতদের স্মরণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন সভায় উত্থাপন করে। সেই প্রতিবেদন নিয়ে আলোচনার ভিত্তিতে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার এখন পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বিডি২৪অনলাইন/এন/এমকে