সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটা অংশ সোমবার (২৯ জুলাই) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। পরে এসব স্থান থেকে ২০ জনকে আটক করার খবর পাওয়া গেছে।
ঢাকা মহানগর ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক রোববার সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তাদের সেই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। তারা সোমবার সারাদেশে ‘ছাত্র-জনতার বিক্ষোভ’ কর্মসূচি এবং ‘প্রতিবাদ সমাবেশ’এর ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার পর থেকে পল্টন, মিরপুর-১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীদের একটা অংশ। এসব জায়গায় বিক্ষোভ শুরু করলে তাদের সরিয়ে দেয় পুলিশ।
বিডি২৪অনলাইন/এন/এমকে