জাতির সঙ্গে মশকরা করবেন না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৪

রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন। তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।

ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ৬ সম্বনয়ককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে খাবার খাওয়ানো প্রসঙ্গে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৯ জুলাই) মন্তব্য করেন।

কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে এদিন হাইকোর্টে রিট করেন দুই আইনজীবী। এ রিটের শুনানিতে মন্তব্য করেন আদালত।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে রোববার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে  টেবিলে বসে নাশতা করেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ। সেই ছবি তিনি নিজেই  ফেসবুকে পোস্ট করেন।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে এবং পরের দিন শনিবার (২৭ জুলাই) সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর