কোমরে বাধা গামছায় ছিল দুই কোটি টাকার সোনা!

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৪

সাতক্ষীরায় চারটি সোনার বারসহ ইয়াকুব আলী (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলোর ওজন সব মিলে ১কেজি ৮৯৫গ্রাম। এ সোনার বাজার মূল্য ১ কোটি ৯৫ লক্ষ ৯ হাজার ৯৫টাকা।

সোমবার সকালে তাকে সদর উপজেলার ভাদিয়ালি সীমান্ত থেকে আটক করা হয়। সোনার বারগুলো তার কোমরে বাধা গামছার ভেতরে ছিল।

ইয়াকুব আলী কলারেনায়া উপজেলার রাজপুর গ্রামের মৃত্যু সাদেক আলী সরদারের ছেলে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট র্নেল মো. আশরাফুল হক  এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক মো. আশরাফুল হক জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিপির  একটি দল ভাদিয়ালী সীমান্তে অভিযান চালায়। এ সময়  ইয়াকুব আলীকে আটক করা হয়। পরে  তার শরীরে তল্লাশি চালিয়ে  চারটি সোনার বার পাওয়া যায়।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর