কোটা আন্দোলনের নতুন কর্মসূচি, লাল কাপড় মুখে ও চোখে বেঁধে প্রচার করবে

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুলাই) সবাই একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে চোখে বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার করবেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম  সমন্বয়ক মাহিন সরকার নতুন এ কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (২৯ জুলাই) রাতে এ সংক্রান্ত বিবৃতি দেওয়া হয়েছে।

একটি নিরাপদ বাংলাদেশ গড়তে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দেশের আপামর জনসাধারণের প্রতি নতুন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।  

বিবৃতে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁওসহ দেশব্যাপী সোমবারের কর্মসূচি বিক্ষোভ ছাত্র সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করায় শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী গণমানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর