সূচকের পতন, মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

২৬ মার্চ ২০২১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ মার্চ) সিংহভাগ শেয়ারের দর বাড়ালেও
পতন দেখা গেছে সব সূচকে। একইসঙ্গে গত এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
হয়েছে, ৯২ কোটির বেশি টাকা কমে ৫০০ কোটি টাকার নিচে দাঁড়িয়েছে লেনদেন।
শেয়ার লেনদেন হয় ৩৪২ কোম্পানির। দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮১টির এবং
অপরিবর্তিত ছিল বাকি ১৩২টির।
লেনদেন হয় ৪৮৮ কোটি ২৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের
ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৫৮০ কোটি ৩৯ লাখ ৫১ হাজার
টাকা।সেই হিসাবে লেনদেন কমেছে ৯২ কোটি ১৬ লাখ টাকা। ১২ কোটি ৭৪ লাখ
১৭ হাজার পাঁচটি শেয়ার এক লাখ তিন হাজার ৯৯ বার হাতবদল হয়। শুরু থেকে
শেষ পর্যন্ত সূচক পতনের চিত্র দেখা গেছে লেনদেনে।
প্রধান সূচক ডিএসইএক্স দুই দশমিক ৯০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩২৭ দশমিক ২১
পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক তিন দশমিক ৮৪ পয়েন্ট কমে এক হাজার ২১৭
দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক তিন দশমিক ৭৬ পয়েন্ট কমে
দুই হাজার ২০ দশমিক ৯০ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন ১২০ কোটি ৮৯ লাখ
৫০ হাজার টাকা কমে দাঁড়ায় চার লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ পাঁচ
হাজার টাকায়।টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট
কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির
শীর্ষে ছিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
এমকে


মন্তব্য
জেলার খবর