১৪ দলের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৪

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে দেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৯ জুলাই) রাতে গণভবনে এ বৈঠক হয়। বৈঠক শেষে সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করতে ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। বিএনপি-জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত বলেও জানান  তিনি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতা, নাশকতা সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনায়  ১৪ দল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

 

এদিকে ১৪ দলের অন্যতম বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানিয়েছে, জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করবে সরকার।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর