অলিম্পিকের অভিজ্ঞ ধারাভাষ্যকার বব ব্যালার্ডকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৪

প্যারিস অলিম্পিকে  অভিজ্ঞ ধারাভাষ্যকার বব ব্যালার্ডকে বরখাস্ত করা হয়েছে। নারী সাঁতারুদের নিয়ে আপত্তিরকর মন্তব্য করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)

১৯৮০ সাল থেকে অলিম্পিকে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন বব ব্যালার্ড। এদিকে তার মন্তব্যের প্রতিবাদ করেছেন তারই সহকর্মী আরেক ধারাভাষ্যকার সাবেক ব্রিটিশ নারী সাঁতারু লিজি সাইমন্ডস। তার মন্তব্যকে ভীষণ আপত্তিকরউল্লেখ করেছেন তিনি।

 

জানা গেছে, অলিম্পিকে সোমবার (২৮ জুলাই) সাঁতারের যৌথ ইভেন্টে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার নারীরা। সাঁতার শেষে যখন তারা অ্যাকুয়াটিক ছাড়ছিলেন, তখন ধারাভাষ্যকার বব ব্যালার্ড বলেন, তারা তাদের সাঁতারটা শেষ করতে পেরেছে। জানেনই তো মেয়েরা কেমন হয়... তারা এদিক-সেদিক ঘুরঘুর করবে এবং মেকআপ করায় ব্যস্ত থাকবে বলে।

বব ব্যালার্ডের এমন মন্তব্য এবং লিজি সাইমন্ডসের প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে। এরপরই তাকে বরখাস্ত করার খবর আসে। ইউরো স্পোর্টস থেকে জানানো হয়, ‘অনুপযুক্ত শব্দচয়নের জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর