হিন্দি ড্রামা সিনেমা স্যার-এ একজন গৃহকর্মীর চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়ে নেন বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। ভিন্নধারার চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি রয়েছে এই অভিনেত্রী। তবে
দিল্লির রাস্তায় এক সন্ধ্যায় চরমভাবে কয়েকজন পুরুষের দ্বারা চরম হেনস্তার শিকার হয়েছিলেন বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। তার এই ভয়ংকর অভিজ্ঞতার ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।
তিলোত্তমা জানান, এক সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু অন্ধকার গাঢ় হতে থাকলেও কোনও বাস পাওয়া যাচ্ছিল না। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। সেই গাড়ি থেকে ৬ জন পুরুষ নেমে আসেন। নিরাপত্তার জন্য তাদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিলেও অভিনেত্রীকে নিশানা করেন তারা।
তিলোত্তমা জানান, এর কিছুক্ষণ পর তারা মৌখিকভাবে আমাকে হেনস্তা করতে শুরু করে। এমনকি ওদের মধ্যে একজন পাথরও ছুড়েছিল। সঙ্গে সঙ্গে দূরে সরে যাই। আমি।
তিনি জানান, এমন অবস্থায় আমি বুঝতে পারি- এ জায়গা থেকে দ্রুত চলে যেতে হবে আমকে। কিন্তু ছুটে পালালে ওরা পিছু নেবে। তাই কৌশল হিসেবে রাস্তার বেশ খানিকটা মাঝে এসে দাঁড়াই।
অভিনেত্রী বলেন, সেখানেও কোন গাড়িকে দাঁড়া করাতে পারছিলাম না। অবশেষে একটি গাড়ি এসে দাঁড়ালে সামনের আসনে গিয়েই বসি। কিন্তু তখন বুঝতে পারিনি আরও বিপদ অপেক্ষা করছে সামনে।
তিলোত্তমার কথায়, গাড়িটা কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরই চালকের আসনে বসে থাকা ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। এ সময় নিজের প্যান্টের চেন খুলে ফেলে সে। তখন বুঝতে পারেন কী হতে চলেছে। সঙ্গে সঙ্গে অজান্তেই লোকটিকে আঘাত করেন তিনি। এতে সে গাড়ি থামাতে বাধ্য হয় আর নিজেই গাড়ি থেকে নেমে যেতে বলে অভিনেত্রীকে।
বিডি২৪অনলাইন/ই/এমকে