পাবনার আটঘরিয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টাকারী রাব্বী (৯) নামে এক স্কুলছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মত্যু হয়। এর আগে রুটি খাওয়া নিয়ে বোনের উপর অভিমান করে একই দিন সন্ধ্যায় নিজেদের ঘরে ওড়না দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করে সে।
রাব্বী উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকোল গ্রামের শামীম হোসেনের ছেলে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, গলায় ওড়না পেঁচিযে ঘরের ডাবের সঙ্গে ঝুলে পড়ে রাব্বি। এটা দেখে তার ছোট বোন চিৎকার দেয়। এ সময় তাদের মা ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি২৪অনলাইন/আফতাব হোসেন/সি/এমকে