কোটা সংস্কার আন্দোলন দমনে সাধারণ শিক্ষার্থীদের হত্যা,নির্যাতন ও তাদের ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের জেলা সমন্বয়ক ফজলে রাব্বীর নেতৃত্বে সদর হাসপাতাল চত্তর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে।
এদিকে সমাবেশ শুরু হওয়ার আগে দু‘জন পরে দুইজনসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, কোনো শিক্ষার্থীকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদে কোন নাশকতায় সংশ্লিষ্টতা না পেলে ছেড়ে দেওয়া হবে তাদের।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে