পহেলা আগস্ট থেকে চলবে ট্রেন, শুরুতে মেইল-লোকাল ও কমিউটার

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৪

পহেলা আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বিভাগ। শুরুত্বে স্বল্প দুরুত্বে চলাচল করবে ট্রেন।  মঙ্গলবার (৩০ জুলাই) রেল ভবনে এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়।

রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানিয়েছে, শুরুতে  মেইল, লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে। এরপর ধীরে ধীরে আন্তঃনগর ট্রেন চালু হবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে  অনির্দিষ্টকালের জন্য সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বেশ কয়েকদিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর