রংপুর সংবাদদাতা
রাজশাহীর কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭ জনের বাড়িই রংপুরে, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা তারা। আর নিহতদের মধ্যে একই পরিবারের ততোধিক সদস্যও রয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) বেলা পৌনে ২টার দিকে কাটাখালী থানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা সালাহউদ্দিন (৩৮), তার স্ত্রী সামসুন্নাহার (৩২), শ্যালিকা কামরুন্নাহার (২৫), ছেলে সাজিদ (১০) ও মেয়ে সাবাহ খাতুন (৩); বড় মহাজিদপুর গ্রামের বাসিন্দা ফুল মিয়া (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫), ছেলে ফয়সাল (১৫), মেয়ে সুমাইয়া (৭) ও সাবিহা (৩);দুরামিঠিপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান (৪৫), প্রজাপাড়া গ্রামের মোটরসাইকেল মেকার তাজুল ইসলাম ভুট্টো (৪০), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে অষ্টম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৪) এবং দ্বাড়িকাপাড়া গ্রামের মোকলেছার রহমান (৪০), তার স্ত্রী পারভীন বেগম (৩৫) ও ছেলে পাভেল মিয়া (১৮)।
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল জানান, রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
আরআই/এমকে