বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত চার দিন ঢাকা ও গাজীপুর মহানগরসহ চার জেলায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি জেলাগুলোতে কারফিউ শিথিলের সময় স্ব স্ব জেলা প্রশাসক নির্ধারণ করবেন।
মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তাই কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ২০ জুলাই রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দুই–তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে শিথিলের সময় বাড়ানো হচ্ছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে