হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৪

হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা চেয়েছেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। বচ্চন পরিবারে যখন অভিষেক-ঐশ্বরিয়ারবিবাহ-বিচ্ছেদ’ এর গুঞ্জন ছড়িয়েছে, তার মধ্যেই এ ক্ষমা চাইলেন তিনি।  একটি ভিডিও শেয়ারের ঘটনায় এ ক্ষমা চান তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অমিতাভ। ভিডিওটি অগ্নিপথের ক্লিপ ভেবে নিয়ে সেভাবেই ক্যাপশন দিয়েছেন অভিনেতা। কিন্তু ভিডিও ক্লিপটি অগ্নিপথের ছিল না, এটা ছিল তার অভিনীতআকাইলাসিনেমার ভিডিও।

নেটিজেনদের অনেকেই ভিডিওর বিষয়ে কমেন্ট করে জানানোর পরে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন কিংবদন্তী অভিনেতা। তিনি লিখেছেন, ‘ক্ষমা চাইছি, ছবিটা অগ্নিপথের ভেবে ভুল করে দিয়েছিলাম , ওটাআকাইলা’-এর ক্লিপ। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।

বর্তমানে বক্সঅফিস কাঁপাচ্ছে অমিতাভেরকল্কি ২৯৮৯ এডি দর্শকদের মুখে মুখে অমিতাভের অভিনয়ের প্রশংসা। সমালোচকরা বলছেন, ৮১ বছর বয়সেও তার স্ক্রিন প্রেজেন্স চমকে দেওয়ার মতো।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর