শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ চড়াও, বেশ কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৪

বুধবার  (৩১ জুলাই) দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিসকর্মসূচি পালনকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর পুলিশ চড়াও হওয়ার খবর পাওয়া গেছে। রাজপথ থেকে হটিয়ে দেওয়া নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কোথাও লাঠিচার্জ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। কমপক্ষে ৫০ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

সারা দেশে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম খুনের প্রতিবাদে কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে দেশের সব আদালত, ক্যাম্পাস রাজপথে একাট্টা হয় শিক্ষার্থীরা। রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে থাকেন শিক্ষার্থীরা; জড়ো হন দোয়েল চত্বরে। সেখানে  স্লোগানের ঝড় ওঠে। শিক্ষার্থীরা নয় দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে তাদের পাশে থাকার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। অন্যদিকে,  শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মিছিল করেছের আইনজীবীরা।

 ‘মার্চ ফর জাস্টিসকর্মসূচি পালনে বরিশালের সদর রোড শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়েছে বলে জানিয়ে আন্দোলনরতরা। পুলিশের বাধা অতিক্রম করেই এগিয়ে যান আন্দোলনরতরা। শেষমেশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সদর রোড থেকে কাকলী সিনেমা হলের সামনে আবারও জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সময় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়ে লাঠিচার্জ শুরু করে। ধরে নেয়ার চেষ্টা করা হলে আন্দোলনরতরা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।   ঘটনায় অনন্ত ১০ জন আহত হয়েছেন।

 ঠাকুরগাঁও জেলা শহরের একাত্তরের অপরাজেয় চত্বরে আন্দোলনকারীরা জড়ো হলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে আন্দোলনরতরা সেটা ভেঙে মূল শহরের দিকে গিয়ে আদালত চত্বরে অবস্থান নেন। সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললে মারমুখী অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সময় কয়েকজন আহত হন।

 যশোরে শিক্ষার্থীরা মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরবর্তীতে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে অগ্রসর হয়। সময় কয়েকজনকে আটক করা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। খুলনার রয়্যাল মোড় এলাকায় আন্দোলনকারীদের জড়ো হতে দেয়নি পুলিশ। সেখান থেকে আটক করা হয় ৩০ জনকে। দিনাজপুরে শহীদ মিনার চত্বরে বৈষম্যবিরোধী বিক্ষোভ চলাকালে ১০ জনকে আটক হয়।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর