আগামী ৪ আগস্ট (রোববার) দেশে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকা এবং নরসিংদী পৌর এলাকায় থাকা প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী পৌর এলাকা ছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও লার্নিং সেন্টারগুলোতে ৪ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা সৃষ্ট পরিস্থিতিতেগত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৪ জুলাই দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে