নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন শ্রেনীতে অধ্যয়নরত ৬৪ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ১৪ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সরকারের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা প্রকল্প থেকে এ সহায়তা দেওয়া হয়।
বুধবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ চত্তরে এ বাইসাইকেল ও শিক্ষা সহায়তার অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী,মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে