প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় নিজে মর্মাহত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে। বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে যেসব ঘটনা, ধ্বংসাত্মক কাজ, অনেকগুলো প্রাণ শেষ হয়ে গেছে... স্থাপনা হয়তো পুনর্র্নিমাণ করা যাবে, ফিরে পাওয়া যাবে। কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল, তারা আর ফিরবে না ৷ কোনোদিন ভাবতে পারিনি,   ধরনের অবস্থা সৃষ্টি হবে। সেখানে এতগুলো তাজা প্রাণ যাবে। 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর