কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে বুধবার। এ উপলক্ষ্যে  হয়েছে র‌্যালী ও  আলোচনা সভা। উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি  কিশোরগঞ্জ- (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো. সোহরাব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান, পৌর মেয়র মো. শওকত উসমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম   কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। সেই সঙ্গে তিন মৎস্যচাষীকে  পুরস্কার বিতরণ করা হয়।

 

বিডি২৪অনলাইন/মাহবুবুর রহমান/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর