মন্তব্য
দেশের ১৩ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ে হতে পারে। এসব অঞ্চলর নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য বুধবার (৩১ জুলাই) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
অঞ্চলগুলো হচ্ছে- পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সময় এসব অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে