ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।
বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বদলি সংক্রান্ত তথ্য জানা গেছে।
অতিরিক্ত কমিশনার হারুনকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন– এর দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত কমিশনার মহা. ডিএমপির লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
ওদিকে ডিএমপির লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিনকে।
অফিসে আগতদের মধ্যে অনেককে অফিসের ভেতরে ভাত খাওয়ানো ও সেই ছবি প্রকাশ্যে আসায় বেশ আলোচিত-সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুন।
বিডি২৪অনলাইন/এন/এমকে