আন্দোলনের ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১ আগস্ট) নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ; শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাংকন-গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি হবে।
সারা দেশে ছাত্র-জনতার ওপর হামলা-মামলা ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (৩১ জুলাই) এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশ্রহণের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে