২০৩০ সালের আসরটি হবে বিশ্বকাপের শর্তবর্ষ টুর্নামেন্ট। উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলিকে নিয়ে ঐতিহাসিক এ আসর আয়োজনে আগ্রহী বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ জন্য প্যারিসে অলিম্পিক চলাকালে ফিফা সভাপতির সাথে দেখা করে এ সংক্রান্ত প্রস্তাবনা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। যদিও এ আসর আয়োজন করতে মরিয়া মরিয়া লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।
চারটি দেশ ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানিয়েছে। এর মধ্যে তিনটি দেশেরই এ প্রতিযোগিতা আয়োজনের পূর্ব অভিজ্ঞতা আছে। একমাত্র প্যারাগুয়ে এখনও বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করেনি।
রোটেশন পদ্ধতি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ইউরোপীয়দের। যৌথভাবে শতবর্ষের আসর বসাতে চায় ইউরোপের দুই দেশ স্পেন এবং পর্তুগাল। যৌথ ভাবে এ তালিকায় এশিয়ার দুই দেশ মরক্কো এবং সৌদি আরবও থাকতে পারে।
এদিকে সামনে ২০২৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে ৪৮টি দেশ অংশ নেবে। এ আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিডি২৪অনলাইন/এস/এমকে