শেরপুরে জেলা আ.লীগের মোমবাতি প্রজ্জলন

শেরপুর প্রতিনিধি
০১ অগাস্ট ২০২৪

মোমবাতি প্রজ্জলনের মধ্যে দিয়ে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে শেরপুর জেলা  আওয়ামী লীগ।

শোকের মাস আগস্ট শুরুর প্রথম প্রহরের বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১২ ট ১ মিনিটে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি  প্রজ্জলন করা হয়।

১৯৭৫ সনের ১৫ আগষ্ট রাতে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এদিকে মোমবাতি প্রজ্জলন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন-  শেরপুর- আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,জেলাযুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

 

বাংলাদেশ২৪অনলাইন/রাকিবুল আউয়াল পাপুল/সি/এমকে


মন্তব্য
জেলার খবর