মোমবাতি প্রজ্জলনের মধ্যে দিয়ে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ।
শোকের মাস আগস্ট শুরুর প্রথম প্রহরের বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১২ ট ১ মিনিটে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।
১৯৭৫ সনের ১৫ আগষ্ট রাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এদিকে মোমবাতি প্রজ্জলন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ২৪অনলাইন/রাকিবুল আউয়াল পাপুল/সি/এমকে