মন্তব্য
নয় দফা দাবি আদায়ে পঞ্চগড়ে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে লিচুতলা ন্যাশনাল ব্যাংক সংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হলে ইসলামবাগ এলাকায় বাধা দেয় পুলিশ।
এদিকে পুলিশি বাধার পরে বিক্ষোভকারীরা মহাসড়কের পাশে রফিজল প্লাজার সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও দেওয়াল লিখন কর্মসূচি পালন করে। সেখান থেকে শিক্ষার্থীরা আবারও সামনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়।
পুলিশ বাধা দিলেও আগামীতে সব কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান শিক্ষার্থীরা।
বাংলাদেশ২৪অনলাইন/ সম্রাট হোসাইন/ সি/ এমকে