মন্তব্য
জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পর রাজধানী ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যে কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে দল-সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।
বাংলাদেশ২৪অনলাইন/আরডি/এমকে