ঢাকায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
০১ অগাস্ট ২০২৪

জামায়াতে ইসলামী দলটির ছাত্রসংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পর রাজধানী ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যে কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বৃহস্পতিবার ( আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।  চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে দল-সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার ( আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

 

বাংলাদেশ২৪অনলাইন/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর