শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ মহাসচিবের মূখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক
০১ অগাস্ট ২০২৪

বাংলাদেশে মানবিক সংকট চলছে। জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার এবং সাংবাদিকদের স্বাধীন বাধাহীনভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে।

স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া পরবর্তীতে সাংবাদিকদের আটক করার ঘটনায় নিন্দা জানিয়েছে সংস্থাটির মূখপাত্র।

মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সহিংসতা আমরা দেখেছি তা সত্ত্বেও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণবাংলাদেশে মানবিক সংকট চলছে। আমরা আমাদের অংশীদাররাসাইক্লোন রেমালসহবেশ কয়েকটি জরুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা অব্যাহত রেখেছি। এসব ঘটনায় চলতি বছর বাংলাদেশে কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ সত্ত্বেও অংশীদাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অপারেশনাল চ্যালেঞ্জের মধ্যে ইন্টারনেট বিভ্রাট, ব্যাংক বন্ধ এবং কারফিউয়ের মতো ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর