সরকারের ব্যাখ্যা জানতে চেয়েছেন রাষ্ট্রদূতরা

নিজস্ব প্রতিবেদক
০১ অগাস্ট ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান ঘটনাপ্রবাহ নিয়ে সরকারের ব্যাখ্যা শুনতে চেয়েছেন রাষ্ট্রদূতরা। বৃহস্পতিবার ( আগস্ট) সন্ধ্যায়  সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোটা সংস্কার আন্দোলন সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিয়ে উন্নয়ন অংশীদার রাষ্ট্রের কূটনীতিকদের ব্রিফ করেন সচিব। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, সরকার আন্দোলন ঘিরে মৃত্যুর তদন্ত বিচার নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে। আমরা জানিয়েছি, আন্দোলনে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। কমিশন সুষ্ঠুভাবে প্রতিটি ঘটনার তদন্ত করবে। সহিংসতায় হতাহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ কারিগরি সহায়তা করতে চাইলে তাতে আপত্তি নেই সরকারের। তবে আলাদা কোনো তদন্ত কমিটিতে এখনই উৎসাহ নেই।

পররাষ্ট্র সচিব বলেন, গ্রেপ্তারের সংখ্যা, অতিরিক্ত বলপ্রয়োগ হচ্ছে কি না, সভা-সমিতি সমাবেশের অধিকার হরণ করা হচ্ছে কি না, বাকস্বাধীনতা আছে কি না- এসব বিষয়ে প্রশ্ন রয়েছে কয়েকটি দেশের।  বিদেশিদের বিনিয়োগ আছে দেশে, কয়েকদিন ইন্টারনেট বন্ধ ছিল। এসব নিয়ে  উদ্বেগ আছে তাদের।

তিনি বলেন, আমরা কূটনীতিকদের তথ্য ভিডিও দেখিয়েছি। জানিয়েছি, হেলিকপ্টার থেকে র‌্যাব গুলি করেনি। আন্দোলনের সময় বিটিভিতে কঠিন পরিস্থিতিতে বিজিবি পুলিশের ভূমিকাও তুলে ধরেছি। ভিডিওচিত্র দেখানোর পাশাপাশি পেনড্রাইভে নানা ঘটনার ভিডিওচিত্র তাদের সরবরাহ করা হয়েছে বলেও জানান সচিব।

মোট ২১টি দেশ- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, সৌদি আরব, জাপান, রাশিয়া, কানাডা, জার্মানি, সুইডেন, কাতার, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ,ইতালি ,অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক , স্পেন , মরোক্ক, নরওয়ের রাষ্ট্রদূতরা এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী পররাষ্ট্র সচিবের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর