২০৩০ সালের আগেই মঙ্গলগ্রহে যাতায়াত

২৭ মার্চ ২০২১

২০৩০-এর আগেই মঙ্গলগ্রহে শুরু হতে যাচ্ছে মানুষের যাতায়াত। এমনই ঘোষণা দিয়েছেন মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রায় সেবা নিশ্চিত করা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক।

স্পেসএক্স জানায়, মঙ্গলগ্রহে ২০৩০ সালের আগেই স্টারশিপ রকেট পাঠানো হবে। ভবিষ্যৎ মিশনে চাঁদ ও মঙ্গলে মানুষ আর ১০০ টনের কার্গো নিয়ে যাওয়ার জন্য ভারী রকেট তৈরি করেছে স্পেসএক্স।

এর আগে এলন মাস্কের ফ্যালকন হেভি রকেটটির সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। এটি পৃথিবীর কাছাকাছি কোনো কক্ষপথে প্রায় ৬৪ টন ওজনের মালামাল পরিবহনে সক্ষম। এমনকি হেভির প্রায় দ্বিগুণেরও বেশি ভার বহন করতে পারে তার দ্বিতীয় রকেট ডেলটা আইভিও সফলভাবে উৎক্ষেপিত হয়েছে।


মন্তব্য
জেলার খবর