ঢাকায় বিজিবির টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক
০২ অগাস্ট ২০২৪

রাজধানী ঢাকায় শুক্রবার (২ আগস্ট) শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, চিকিৎসকরা বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে উত্তরায় সংঘর্ষ, হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন টহলে থাকবে তারা।

জানা গেছে, সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা, মতিঝিল শাপলা চত্বর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর-বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।

এদিকে রাজধানীর শহীদ মিনারে অবস্থানকালে দ্রোহযাত্রা ছাত্র-জনতার পক্ষ থেকে সরকারের পদত্যাগসহ চার দফা দাবি আদায়ে রোববার পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি না মানলে রোববার বিকেলে গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। বাকি দাবিগুলো হলো, কারফিউ প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান চালু।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর