শিক্ষার্থীদের আটক ও হয়রানি করা যাবে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
০২ অগাস্ট ২০২৪

শিক্ষার্থীদের অযথা আটক বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য আবার পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। তবে কোটার দাবি পূরণের পরও সরকার বনাম শিক্ষার্থীগেমখেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে একটি মহল।

শুক্রবার (২ আগস্ট) রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল  কাদের আরো বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। তারা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতে রায়ের পর কোটার বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কারও ঢাল হিসেবে ব্যবহার হবে না বলেও আশা প্রকাশ করে তিনি।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। বলেন, জামায়াতকে নিষিদ্ধ করাটা গণদাবি ছিল। জামায়াত নিয়ে বিএনপির মহাসচিবের বিবৃতি প্রমাণ করে, তাদের সম্পর্ক কত গভীর।

বিডি ২৪ অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর