রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ

নিজস্ব প্রতিবেদক
০২ অগাস্ট ২০২৪

শুক্রবার প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি পালনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবারো নতুন কর্মসূচি দিয়েছে। শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালেরসর্বাত্মক অসহযোগআন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, হত্যার প্রতিবাদ দফা দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

শুক্রবার ( আগস্ট) রাতে ফেসবুক পোস্ট ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সহ-সমন্বয়ক রিফাত রশিদ। সারাদেশের মানুষকে অলি-গলি পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তারা।

এর আগে বৃহস্পতিবার ( আগস্ট) আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের প্রার্থনা ছাত্র-জনতার গণমিছিলকর্মসূচি ঘোষণা করেন। সেখানে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আমাদের কোনো ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার আপনার সন্তানের মুক্তির জন্য।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর